
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ২৯ জুলাই ২৫ ইং পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি পুরস্কার বিতরণ অনুষ্ঠান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া, বরুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিদ কাদির। সহকারী জেলা প্রোগরামার রানা কুমার সাহা।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, কাজকামতা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম,আড্ডা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ কামাল পাশা পাটোয়ারী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রাণেশ্বর আচার্য,উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক লক্ষণ চন্দ্র পাল,
শ্রেষ্ঠ শিক্ষার্থী, বর্তমান বুয়েট শিক্ষার্থী মোঃ আনিছুর রহমান মুসা, শ্রেষ্ঠ অভিভাবক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
গত সালের এস,এস,সি ও এইচ, এস,সি তে যারা উপজেলা পর্যায়ে সর্বোচ্ছ নাম্বার পেয়ে জিপিএ ৫ পেয়েছে এমন ২৭ শিক্ষার্থী কে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এস,এস,সি সর্বোচ্চ নাম্বারদারীদের কে ১০ হাজার টাকা ও এইচ এস সি সর্বোচ্চ নাম্বারদারিদের কে ২৫ হাজার টাকা করে এবং সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।