
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ৪ ফেব্রুয়ারী ২৪ ইং ইনার হুইল ক্লাব অপ ঢাকা ওয়েস্ট ডিসট্রিক্ট ৩২৮ এর উদ্যেগে প্রতিবন্ধী অসহায়দের মাঝে ৩ টি হুইল চেয়ার, ৩ শতাধিক কম্বল, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বরুড়া উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রীয় সংগঠনের সভাপতি মিসেস রাশিদা ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা চেয়ারম্যান এ, এম, এন মইনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক সলিল রন্জন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ৩ জন প্রতিবন্ধী কে ৩ টি হইল চেয়ার ও ৩ শ অসহায় প্রতিবন্ধীর মাঝে ৩ শতাধিক কম্বল, একটি মহিলা মাদরাসায় দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫০ টি কম্বল, মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজউকের সাবেক সচিব ডঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া।