
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ ও গুনীজন সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। ২৩শে জুলাই বুধবার বিকাল তিনটায় কুমিল্লা মোটরসাইকেল গ্যালারীর আয়োজনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিরো’র এজেন্ট মোঃ আবদুল হালিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
অনুষ্ঠানে এদিন অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদ হাসান, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় বরুড়া প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্যাহ চৌধুরী, নিলয় মটরস এর (হিরো মটর সাইকেল কোম্পানি)’র কুমিল্লা চাঁদপুর ও বি-বাড়িয়ার অঞ্চলের টেরিটরি অফিসার মোসলে উদ্দিন।
বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হকের পরিচালনায় এদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, বর্তমান সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক শরীফ উদ্দিন সহ হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ও ফলজ বৃক্ষ গ্রহন কারী শত শত শিক্ষার্থী।
এদিন অনুষ্ঠানে বরুড়ায় নকল মুক্ত পরিবেশে বিগত এস এস সি পরীক্ষায় অবদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং ও মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, পরীক্ষার সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়ার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ২০২৫ সালে অনুষ্ঠেয় কুমিল্লা জেলা আইসিটি প্রশিক্ষনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বরুড়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন কে মরণোত্তর, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক লক্ষ্মণ চন্দ্র পাল, বরুড়া বাজারের যানজট নিরসনের আপ্রাণ চেষ্টা ও চাঁদাবাজী বন্ধের জন্য বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখায় আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্যাহ চৌধুরী কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
সংবর্ধনা শেষে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।