
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় বাল্যবিবাহ হ্রাসের জন্য অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ মে বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বরুড়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বাল্যবিবাহ মুক্ত/হ্রাসের জন্য অবহিতকরন সভা বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বরুড়া উপজেলা বাল্যবিবাহ নিরোধ কার্যকরি কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে মুসলিমা, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা। আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাদল, পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহিন হোসেন, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ।
সভায় বরুড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ শরীফ উদ্দিন, হৃদয় ভৌমিক, তানিয়া আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বরুড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক বাল্য বিবাহ প্রতিরোধে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়।