
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ২ জানুয়ারী ২৪ ইং উপজেলার নারায়ণপুর গ্রামে বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে মেয়ের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন।
জানা যায় ২ জানুয়ারী বিকেলে উপজেলার খোশবাস ইউনিয়ন নারায়নপুর গ্রামের দিঘির পশ্চিম পাড়ে রমিজ মিয়ার স্ত্রী জাহানারার বেগম কে বাল্য বিবাহ আয়োজন করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহ বন্ধ করেন এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত জাহানারা বেগম এসময় নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন। উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল।