
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার সকাল দশটায় বরুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
কুমিল্লা ব্রাকের আর এস সি কো.ডিনেটর মোঃ তানভির হাসানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মেে মুসলিমা, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মাজেদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান মিঠু, উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মঈন উদ্দিন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক সহ উক্ত উপজেলার বিভিন্ন ওয়ার্ড সদস্য (ইউ,পি সদস্য) ও সংরক্ষিত সদস্যগণ, সুশিল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক প্রমূখ।
কর্মশালাটি সঞ্চালনা করেন বরুড়া ব্র্যাকের কর্মকর্তা গোলাম রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এসডিসি -২ প্রকল্পের মাধ্যমে সাইকো সোশাল কাউন্সিলিং, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং আর্থসামাজিক উন্নয়ন সেবা প্রদান করবে। তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান রাখা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























