
মোঃ ইকরামুল হক
বরুড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১শে জুলাই সোমবার দুপুর বারটায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন এই ভুল সিদ্ধান্তের ফলে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করছেন সবাই। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিভাবক এবং শিক্ষকরা। তারা বলছেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশের শিক্ষা ব্যবস্থার অংশ এবং তাদের মেধার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।
শিক্ষকদের বক্তব্য আরো জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে কেজি স্কুল বা অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষা থেকে বাদ পড়ছে।
বক্তারা আরো বলেন বরুড়ার ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে বঞ্চিত না করে বৃত্তি পরীক্ষা হওয়া উচিত মেধার ভিত্তিতে, কোনো প্রতিষ্ঠানের ভিত্তিতে নয়। তাই কিন্ডারগার্টেন সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করা উচিত।
এদিন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার, সানরাইজ স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহাদাত হোসাইন, অনুপম শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক নাছিম আলম সহ ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।