
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ লা বৈশাখ, ১৪৩২ বাংলা সকালে উপজেলার মঞ্চ থেকে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। বরুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
জাতীয় সঙ্গীত শেষে এসো হে বৈশাখ এসো এসো- এ গান পরিবেশন শেষ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে মুসলিমার নেতৃত্বে বৈশাখী র্যালী বের হয়।
বৈশাখী র্যালীটি ফুটিয়ে তুলে বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিভিন্ন রং বেরং এ সাজে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, পৌর বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্বা শামসুল হক সর্দার, জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক মোঃ শাহ জালাল, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মমিন উল্লাহ, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, সাংবাদিক শরীফ সহ অনেকে র্যালীতে উপস্থিত ছিলেন।
বৈশাখী উৎসব উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। দিন ব্যাপী উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিকেল বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ ছাড়া ও বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা বসে।