
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় ভ্রাম্যমাণ আদালত ২৩ মে ২৩ ইং তারিখে পয়ালগাছা মানিকসার গ্রামের মাসেবুল হক রিজভীর মুরগীর খামারে কর্তৃপক্ষ কে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
জানা যায়, ২৩ মে মঙ্গলবার বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পয়ালগাছা ইউনিয়নের মানিকসার গ্রামে পরিবেশগত ছাড়পত্রবিহীন মুরগীর খামার পরিচালনা করা, কঠিন ও তরল বর্জ্য প্রবাহমান খালে অপসারণ করা, মুরগির বর্জ্য সরাসরি পুকরে মাছের খাবার হিসেবে ব্যবহার করাসহ আবাসিক এলাকার পরিবেশ দূষণের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭ ও ৮ ধারা লংঘনের আপরাধ আমলে নেয়া হয়। এ সময় ১ টি লেয়ার মুরগীর ফার্ম কর্তৃপক্ষকে ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
পোল্ট্রি খামারের বায়োগ্যাস প্ল্যান্ট না থাকায় যাবতীয় বর্জ্য সরাসরি খালে ও পুকুরে অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত শেষে খামার মালিকগণকে বায়োগ্যাস প্ল্যান্ট ও তরল বর্জ্য পরিশোধের জন্য সেটেলিং ট্যাংক স্থাপন/নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়া দুর্গন্ধ দূরীকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের সময় ধার্য্য করে দেয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ নুর উদ্দিন। বরুড়া থানার সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























