
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় ২২ জুন ২৩ ইং বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বেকারীসমূহে খাবার, খাবার তৈরির কার্যক্রম পরিচালনা করা হয়। খাবারের গুণগত মান, সঠিক উপায়ে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদের তারিখ ছাড়া বিক্রয়সহ, হেটেল, রেস্তোরা এবং বেকারিসমূহে প্রচলিত আইনের ব্যতয় সম্পর্কিত অপরাধ আমলে নেয়া হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক ২ টি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০/-(বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। প্রসিকিউশন প্রদান করেন নিরাপদ খাদ্য অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইয়ামিন হাসান। বরুড়া থানার সঙ্গীয় পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























