স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়ায় মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুলাই সকাল ১০টায় বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ও একবাড়িয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মজুমদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূইয়া (কামাল), বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকৌশল বিভাগের অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সিংহ, বরুড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ এমদাদুল হক।
এসময় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন ও বরুড়া (মডেল) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জোর পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ও পয়ালগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বিপ্লব, আড্ডা ওমেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী, ছোটতুলাগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। এসময় আরও উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, সহ বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা শিক্ষা গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম (এমপি) বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের স্মার্ট ও দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলাতে যা যা প্রয়োজন সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি বরুড়া উপজেলাকে স্মার্ট ও আধুনিক বরুড়া গড়তে দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।