
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
ঘন কালো এবং সাদা মেঘ আর অঝোর বৃষ্টির ঋতু বর্ষা বাংলাদেশের প্রকৃতির এক অপার সৌন্দর্যের ঋতু। হিম শীতল হাওয়ার মৃদু পরশে এ সময় পরিবেশ হয়ে ওঠে চমৎকার ও মনোমুগ্ধকর। এ ঋতু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং পরিবেশের প্রতি ভালোবাসা আর নিজ নিজ দায়িত্ব পালনেরও এক সঠিক সময় এই বর্ষাকাল। একটি গাছ মানেই একটি প্রাণের আশ্রয় আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা মাথায় রেখে কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
পরিবেশ রক্ষায় সচেতনতার অংশ হিসেবে বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরোনো ১১ই আগষ্ট বেলা ১১টায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি দৈনিক রুপসী বাংলার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষক শাহিন কাদির।
বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক স্টাফ রিপোটার মোঃ ছিদ্দিকুর রহমান।
ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোটারিয়ান ওমর ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, দপ্তর সম্পাদক মোঃ হারেছ, নির্বাহী সদস্য ওমর ফারুক মোল্লা, সদস্য মোঃ জহিরুল ইসলাম, লিটন চন্দ্র মজুমদার, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মাওলানা মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া সহ প্রমুখ।
এদিন শিক্ষার্থীদের মাঝে ফলজ আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লেবু, আমড়া, জলপাই, বাতাবীলেবু, চালতা, ভহেরা গাছ সহ বিভিন্ন প্রজাতির পাঁচশত চারা বিতরণ করা হয়েছে।