
স্টাফ রিপোর্টার
বরুড়ায় আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৮ই ফেব্রুয়ারী শনিবার আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১৪০টি মসজিদের পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এদিন আমড়াতলী মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নানের সঞ্চলনায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম, দৈনিক ভোরের ডাক বরুড়া উপজেলা প্রতিনিধি রোটা. ওমর ফারুক, বরুড়া ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম (লিটন), আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম বাবুল, আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম আল হেলালী, ডা. তাজুল ইসলাম, আবুল কালাম প্রমূখ। এদিন শিলমুড়ী উঃ ও দঃ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ঈমাম গনের মাঝে অনুষ্ঠানে মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু সায়েম বলেন, তিনি এই ভাবে মানবতাবাদী কর্ম গুলো সমাজের সবার জন্য যেন করে যেতে পারেন, তাই সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন।