
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
৪-জুন ২৩ ইং রবিবার বিকাল তিনটায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি- ফলক উন্মোচন করে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে বিদ্যালয় মাঠে একটি সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে -বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার মেয়র ও বরুড়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বক্তার হোসেন বখতিয়ার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সোহেল সামাদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিলমুড়ী দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের নেতা জিয়াউল কাউছার, মীর হোসেন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন মাওলানা আবদুল হান্নান।