
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ বরুড়া আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এর নির্বাচনী ইশতেহারে বরুড়ার উন্নয়নে ২৪ টি কর্মসূচী হাতে নিয়েছেন।
তিনি নির্বাচিত হলে নিম্নোক্ত কাজ গুলো পর্যায়ক্রমে করবেন বলে জানান।
১. সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ নির্মূল করে নিরাপদ সমাজ বিনির্মাণ।
২. সামাজিক সমস্যাসমূহের সমাধান ও সম্ভাবনার বিকাশে গ্রাম পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাজ কমিটি গঠন।
৩. রাষ্ট্র কর্তৃক গৃহীত নাগরিক সেবাসমূহ জনগণের নিকট সহজলভ্য করতে ইউনিয়ন পর্যায়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কার্যালয় স্থাপন।
৪. রাষ্ট্র কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত কর্মসূচিসমূহে সঠিক ব্যক্তির অধিকার নিশ্চিতকরণ।
৫. গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপরিবেশ সমুন্নত রাখা ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
৭. নিরক্ষরতা দূরীকরণে সাক্ষরতা অভিযান নিয়মিতকরণ ও কর্মমুখী শিক্ষার উদ্যোগ গ্রহণ।
৮. নারী শিক্ষার হার বৃদ্ধির জন্যে প্রণোদনা প্রদান ও বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি করা।
৯. মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিনির্ভর দক্ষতামূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা।
১০. ছিন্নমূল, বাসস্থানহীন মানুষের আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা।
১১. প্রত্যেক এলাকায় সহজাত তারুণ্যের বিকাশে ক্রীড়া ক্লাব গঠন ও পর্যাপ্ত খেলার মাঠ তৈরিকরণ।
১২. মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
১৩. কর্মক্ষম বেকারদের প্রশিক্ষণ প্রদান ও বহুমুখী কর্মসংস্থান নিশ্চিত করা।
১৪. চিকিৎসা খাতে বিদ্যমান ব্যবস্থাপনাসমূহ যথাযথভাবে কার্যকর করা ও প্রয়োজনীয় উন্নয়ন সাধন।
১৫. স্থানীয় উদ্যোগ বিকাশে উদ্যোক্তাদের যাবতীয় সহায়তা প্রদান।
১৬. স্থানীয় ও আন্তঃজেলা যাতায়াতব্যবস্থার উন্নয়ন।
১৭. বাজারসমূহে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
১৮. দৃষ্টিনন্দন পার্ক, শরীরচর্চাকেন্দ্র ও বিনোদনকেন্দ্র স্থাপন।
১৯. স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রত্যেক পরিবারের জন্যে সুপেয় পানির নলকূপ ও স্যানিটারি টয়লেট স্থাপন।
২০. কৃষকের কৃষি সুবিধাপ্রাপ্তি সহজীকরণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন।
২১. শতভাগ বিদ্যুতায়ন নিরবচ্ছিন্ন রাখা।
২২. নিরবচ্ছিন্ন জ্বালানী সরবরাহ ও গ্যাস সংযোগ স্থাপনে কার্যকর ভুমিকা পালন।
২৩. সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও ভাবগাম্ভীর্য সমুন্নত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ।
২৪. জবাবদিহিতামূলক রাজনীতি নিশ্চিতকরণ।
আগামী ৭ জানুয়ারি ২৪ ইং রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।