
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে মুসলিমা, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি বরুড়া উপজেলার সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন,বীর মুক্তিযুদ্ধা সামছুল হক সর্দার, বরুড়া উপজেলা জামায়েত ইসলামির সহ সেক্রেটারী মোঃ মুজিবুর রহমান, কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক ফয়েজ উল্ল্যাহ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ছাত্র প্রতিনিধি লিটন পন্ডিত, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক মুন্সি, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া প্রমুখ।
আইনশৃঙ্খলা বরুড়া স্বাভাবিক থাকায় প্রশাসন কে অভিনন্দন জানানো হয়। সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের ডঃ নেয়ামত উল্লাহ ভূঁইয়া বরুড়ার উন্নয়নে অবদান রাখায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া একই দিনে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে স্হানীয় সরকার দিবস ও শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যলী অনুষ্ঠিত হয়।
ঐ দুটো সভা উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং সভাপতিত্ব করেন।