
স্টাফ রিপোর্টার
বরুড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে আগষ্ট মঙ্গলবার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান, কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাহ হোসেন, বরুড়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা মমতাজ, বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান মিতু, মহিলা বিষয়ক অফিসার আফরোজা বেগম, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, বরুড়া ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রধান সহ সকল দাপ্তরিক প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
সভায় বরুড়া উপজেলার আইন শৃঙ্খলা আনতে বাজারের যানজট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, পল্লী বিদ্যুৎ সমিতির সেবা উন্নতিকরন, বাল্য বিবাহ প্রতিরোধ, খাল ও জলাশয়ে অবৈধ ভাবে পোনা মাছ নিধন, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।