স্টাফ রির্পোটার
বরুড়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন কল্পে কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫শে জানুয়ারী শনিবার বাদ জোহর বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সামছুল হকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান সম্পাদক ও সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা এডভোকেট কাজী মুহাম্মদ আবুল হোসেন।
রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জিয়াউর রহমান মজুমদার, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন নোমান, যুগ্মআহবায়ক ফরিদ উদ্দিন, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, সহসভাপতি কাউসার আলম সেলিম ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ সামছুল হক, বরুড়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন সহ গুরুত্বপূর্ণ আলেমগন।
এদিন বোয়ালিয়া বাতেনীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুছ ওয়াজেদী কে বরুড়া উপজেলা কমিটির আহবায়ক, আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শামছুল হক কে উপজেলা কমিটির সদস্য সচিব, রাজামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম হোসাইনী কে বরুড়া পৌরসভা ওলামা দলের আহবায়ক, হাফেজ রবিউল হোসাইন কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।