
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
বরুড়ার শাকপুর ইউনিয়নের বেকি বড়কইয়ুনী ছোট শাকপুর সংযোগ সড়কে সাবেক মেম্বার সোলেমান মিয়ার বাড়ির সামনে পুকুরের পাড়ে এল জি ই ডি’র কিছুদিন পূর্বে নির্মিত পাকা সড়ক ও রিটার্নীং ওয়াল ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলের পার্শবর্তী বাসিন্দা জৈনক আবদুল কাদের, ইমান আলী, জয়নাল আবদিন, এনামূল সহ কতিপয় প্রভাবশালী ব্যাক্তিগন সরকারি অর্থে নির্মিত সড়ক ও রিটার্নীং ওয়ালটি ভেঙ্গে দিয়েছে। রাস্তা ভাঙ্গার খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ সহ বরুড়া থানার একটি টিম এই রাস্তা বন্ধ করে। উল্লেখ্য গত ২০২২/২৩ অর্থ বছরে বেকি বড়কইয়ুনী ছোট শাকপুর সংযোগ সড়কটি এক কোটি আটত্রিশ লক্ষ টাকা ব্যায়ে সড়কটি নির্মিত হয়েছে।
রাস্তা ভাঙ্গার বিষয়ে শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ সোলেমান মিয়া বলেন, বহু কষ্টে শাকপুর বাসীর উপকারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমার জমির উপর দিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে, এই রাস্তা অন্তত দুইশো বছরের পুরানো রাস্তা, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, তাই জনগুরুত্ব বিবেচনা করে এই রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষী ব্যক্তিদের উচিত বিচার দাবি করেন।
এ সময় এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ অভিযোগ করে বলেন, এই সড়ক তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তারা বলেন এই সড়কে দুই পাশের ফসলী জমির ফসল উপজেলা সদরে নিতে অনেক সুবিধা হয়, তাছাড়া এই রাস্তা দিয়ে কইয়ুনী উচ্চ বিদ্যালয় ও বেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে।
রাস্তা ভাঙ্গার বিষয়ে জয়নাল আবেদীন বলেন, পুকুর পাড় দিয়ে কোন সরকারি জমি নেই, এখানে আগে তিন/চার ফিট পায়ে হাঁটা পথ ছিলো সোলেমান মেম্বার ও এলাকার লোকজন আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে আমাদের জমির উপর দিয়ে রাস্তা নিয়েছে, তাই এখন আমরা রাস্তা দিবো না।
এ ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ার সৈয়দ জাকির হোসেন বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যেই জানতে পেরেছি, উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ মহোদয় ঘটনাস্থলে গিয়ে রাস্তা ভাঙ্গা বন্ধ করেছেন, আমরা সকল বিষয়ের তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।