
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ২৭ জুলাই রবিবার সকালে শিলমুড়ী রাজ রাজেশ^রী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিলমুড়ী রাজ রাজেশ^রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ আলম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সফিকুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন চন্দ্র সাহা, মোঃ ফারুক হোসেন, অভিভাবক মোঃ আব্দুল মান্নান, শাহজাহান, আবুল হাসেম প্রমূখ। এসময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান রাখতে হলে শিক্ষার্থীদেরকে লেখাপড়া প্রতি মনোযোগ বাড়াতে হবে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে।