মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ষাট বছরের পুরাতন মসজিদ টি আজও অবহিত। স্থানীয়রা জানায়, এই মসজিদটি ১৩ নং আদ্রা ইউনিয়নের নওগাঁ গ্রামে ভূঁইয়া বাড়ির সামনে আজ থেকে প্রায় ষাট বছর আগে প্রতিষ্ঠিত হয়।
দুঃখের বিষয় এই ১৩ নং আদ্রা ইউনিয়নে ষাট বছর যাবত অনেক চেয়ারম্যান ও বরুড়া উপজেলার অনেক সংসদ সদস্য আসলো আর গেলো এবং রাস্তা ঘাটেও অনেক উন্নয়ন হলো, আল্লাহর ঘর মসজিদ টি উন্নয়ন হয়নি। যেই ঘরটি উছিলায় ইহকাল ও পরকালের শান্তি হয়।
এই বিষয়ে ১৩ নং আদ্রা ইউনিয়নে নওগাঁ ভূঁইয়া বাড়ির ৯০ বছর বয়সী এক লোক থেকে জানতে চাইলে, ঐ লোকটি কেঁদে কেঁদে বলেন, আমার মৃত্যুর আগে যদি এই মসজিদটি পরিপূর্ণ ভাবে দেখে যেতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পাইতাম এবং পরকালে আল্লাহ কাছে জবাব দিতে পারতাম।
ঠিক এই ভাবে একই গ্রামের আর কয়েকজন লোকে মসজিদটির বিষয়ে অনুভূতি প্রকাশ করেন।
কুমিল্লা বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নে নওগাঁ ভূঁইয়া বাড়ি জামেমসজিদ খতিব সহ এলকার লোকজনের প্রানের দাবি, মসজিদটির দিকে বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম নজরুল, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসন এবং প্রবাসী ভাইয়দের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।