
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৬ ফেব্রুয়ারী ২৫ ইং আনন্দ ঘণ পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে মোছলিলা এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক পাটোয়ারী সহ সকল শিক্ষক মন্ডলীগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী ১৬ টি স্টলে বিভক্তি হয়ে নানান ধরনের গ্রামের ঐতিহ্য হরেক রকম পিঠা তৈরী করে এ উৎসবে তুলে ধরেন।
শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকসহ নানা শ্রেণির পেশার মানুষ এ পিঠা উৎসবে অংশ গ্রহণ করেন। সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
স্বল্প মূল্যে শিক্ষার্থীরা হরেক রকম পিঠা বিক্রি করেন।