
মোঃ ইকরামুল হক
কুমিল্লার বরুড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।১৩ই অক্টোবর সোমবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ও তার সহকর্মীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ এলাকার লোকজন শোভাযাত্রায় অংশ নেন।