![](https://muktirlorai.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদ সত্বরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভারর্সিটি সৌজন্যে ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ এর উদ্যেগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন মাদরাসায় গিয়ে লেপ, সোয়েটার, হাত ও পায়ের মৌজা সরাসরি ছাত্র কল্যাণ নেতৃবৃন্দরা বিতরণ করেন।
উদ্বোধন পূর্বক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, গ্লোবাল ইসলামি ব্যাংক কুমিল্লা জোনাল ম্যানাজার -মোঃ শাহনুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুফের সিনিয়র মার্সেন্ডাইজার মোঃ কামরুজ্জামান রিমন, ছাত্র কল্যাণের সাবেক সভাপতি মোঃ ইয়াছিন ও বর্তমান ছাত্র কল্যাণের সভাপতি -নাজমুল মোল্লা প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সাবরিনা হাসান শায়েলা, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক মোঃ ইকরামুল হক মোঃ জাহাঙ্গীর আলম, এম,ডি আজিজুর রহমান, সহ বরুড়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতি বছর স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আতিকুর রহমান ঢাকাস্হ বরুড়া ছাত্র কল্যাণের মাধ্যমে বরুড়ার অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় এ বছর ও প্রায় দশ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন স্ট্যান্ডার্ড গ্রুপ।