
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলায় প্রশাসনে উদ্যগে জাতীয় শোক দিবস পালন করেন নানাহ কর্মসূচীর মধ্য দিয়ে।
উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ৮ টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পুস্প স্তবক দেন উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দীন সহ বিভিন্ন বিভাগীয় প্রধান গণ।
পরে শোক র্্যালী করে উপজেলা প্রশাসন। র্্যালী শেষে উপজেলা হল রুমে নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রশাসনের উদ্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
জোহরের নামাজের পর উপজেলা মসজিদে প্রশাসনের উদ্যেগে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।
বাজারের দোকান পাঠে জাতীয় পতাকা অর্ধ নিমিত
রাখা হয়। বরুড়া উপজেলা প্রেসক্লাব, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, পল্লী বিদ্যুৎ, এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, ইসলামী ফাউন্ডেশন, তাদের কর্মকর্তা কর্মচারীদের কে নিয়ে পৃথকভাবে বঙ্গবন্ধুর মুরালে পুস্প স্তবক অর্পন করা হয়। তাছাড়া বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সরকারি হসপিটাল ও এতিমখানায় ভালো খাবার আয়োজন করা হয়।