
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় গাঁজা সেবন করায় ৪ যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন।
সূত্রে জানা যায় উপজেলা ভূমি অফিসের ভেতর গাঁজা সেবন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ প্রয়োগ করে ৪ টি মামলা রুজু করে ৪ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরুড়া পৌর এলাকার তলাগ্রাম গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ ইব্রাহীম খলিল সুমন (২৪) কে ২ মাসের কারাদণ্ড, বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সুশান্ত দেবনাথ (১৮) কে ৭ দিনের কারাদণ্ড, ও মোঃ অলি উল্লাহর ছেলে মেহেদী হাসান (১৮) কে ৭ দিনের কারাদণ্ড এবং বেলভুজ গ্রামের মোঃ তাজুল ইসলাম এর ছেলে রাকিব আহমেদ (২৬) কে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন।
গত দুই দিনে ভুমি অফিস কমপ্লেক্স এর ভেতর গাঁজা সেবনের দায়ে ৬ জন কে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। এই অফিস টির ভেতরে গাঁজা সেবন কারীদের আড্ডা খানায় পরিণত হয়েছিল। উপজেলা সহকারী কমিশনার ভূমির এ উদ্যেগ সাধুবাদ জানিয়েছে বরুড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা।