
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৫ টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে প্রীতি ফুটবল খেলা, মহিলা গ্রাম পুলিশের মাঝে বালিশ খেলা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান ২৭ জুলাই ২৩ ইং উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
১ থেকে ৭ টি ইউনিয়ন ও ৮ থেকে ১৫ টি ইউনিয়ন বিভক্তি হয়ে দু দলের মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৮ থেকে ১৫ ইউনিয়ন দল জয়লাভ করো। মহিলা গ্রাম পুলিশের মাঝে বালিশ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, ইনইন্জিনিয়ার মোঃ শামীম,বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক সলিল রন্জন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, আবদুস ছাত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। ২১ টি বাইসাইকেল মহিলা গ্রাম পুলিশের মাঝে বিতরণ করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























