
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নে ৮ জুলাই ২৩ ইং এর কর্মহীন লোকদের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের আওতায় মটরচালিত রিকশা, সেলাইমেশিন, দরিদ্র রোগীদের অনুদান, মসজিদ-মন্দির সহায়তা সহ বিভিন্ন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় পয়ালগাছা ডিগ্রি কলেজ মাঠে এসকিউ ফাউন্ডেশন কর্তৃক পয়ালগাছা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কর্মহীন ৯জন কে মোটরচালিত রিকশা, ৯জন দারিদ্র ও বিধবা মহিলাকে সেলাইমেশিন উপহার, ৯জন ক্যান্সার আক্রান্ত দরিদ্র রোগীদের নগদ অর্থ প্রদান ও ইউনিয়নের বিভিন্ন মসজিদ মন্দিরে নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও
কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, পয়ালগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শান্তি রঞ্জন দাশ, বরুড়া উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পয়ালগাছা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জাফর আহমেদ মিয়াজী।
সঞ্চলনা করেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন।