
স্টাফ রিপোর্টার
‘মানব কল্যাণের জন্য ঐক্য’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ঠা অক্টোবর সকাল দশটায় বরুড়া পৌরসভার দেওড়া শাইনরোজ ফিসারিজে সংগঠনের সভাপতি ও তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি ও শাহের বানু আইডিয়েল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।
সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌওয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, কুমিল্লা কর্মাস কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ, কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবলু, ভাব’র সহসভাপতি রোটা. ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, পারভেজ গাজী, কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া প্রমুখ।
এদিন বরুড়া উপজেলার ২৭টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠান শেষে সকল অতিথি বৃন্দদের কে একটি দেশী ফলজ বৃক্ষ প্রদান করা হয়েছে।