
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় হাজী আবদুল গফুর ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ নভেম্বর বরুড়া উপজেলার এগারগ্রাম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আবদুল গফুর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক বিসিআইসি কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শহিদ উল্লাহ, এগারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাকি, জিনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার, করিয়াগ্রাম মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, সাবেক ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ খলিলুর রহমান, ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জিলহাজুল ইসলাম, প্রমুখ।বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠান শেষে আব্দুল গফুর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ট্যালেন্ট ফুল সাধারণ বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়, এবং স্কুল ভিত্তিক সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
আব্দুল গফুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিলহাজুল ইসলাম বলেন এ বছর যে সকল শিক্ষার্থী ট্যালেন্ট ফুল এবং সাধারণ বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে যারা এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে তাদের পড়াশোনা যাবতীয় খরচ ফাউন্ডেশন বহন করবে।
তিনি আরো বলেন এ বিদ্যালয়টি ২০০৬ সালে আনুষ্ঠানিক যাত্রার পর থেকে এ পর্যন্ত এক জাক দক্ষ শিক্ষক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদেরকে পড়াশুনার প্রতি মনোযোগ বাড়াতে হবে শুধু জিপিএ ফাইভ এর আশায় থাকলে হবে না একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে সেটা শিক্ষক অভিভাবক ও সকলের দায়িত্ব।
মুক্তির লড়াই ডেস্ক : 

























