
মোঃ ইকরামূল হক
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ১লা নভেম্বর শনিবার সকাল দশটায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন ও বরুড়া সমবায় বিভাগ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরুড়া উপজেলা সমবায় অফিসার মোঃ আমীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া উপজেলা পরিষদের প্রশাসক নু-এমং মারমা মং। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, চিতড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, বিশিষ্ট্য সমবায়ী ও সমবায় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলার বিশিষ্ট সমবায়ী নিশ্চিন্তপুর মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ আমির হোসেন (তোফায়েল)।
মুক্তির লড়াই ডেস্ক : 

















