
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ার গালিমপুর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ইং উপলক্ষে ছয় চেয়ারম্যান ও ৪৩ জন সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগামী ৯ মার্চ গালিমপুর ইউনিয়ন পরিষদের তৃতীয় সাধারণ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণির হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান লায়ন রবিউল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বড় নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা মোঃ মিজানুর রহমান, ঘোষফা গ্রামের সেবক ইটালী প্রবাসী মোঃ বাচ্চু মিয়া, ঘোষফা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন মানিক, গিয়াস উদ্দিন ও মোঃ মাসুদ সহ মোট ৬ প্রার্থী এ দিন মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।
এদিন নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণি বলেন ৯ই মার্চ গালিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার আয়োজন করেছে, ভোটার গন যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে আবারো নিরাপদে নিজের বাড়ি ফিরে যেতে পারে এর সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হবে বলে জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























