
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ, এসময় উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সুলতান আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোঃ হাবিব উল্লাহ, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল জুয়েল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহেদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা শেখ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তৈয়ব হোসেন সরকার, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কপিল মোহাম্মদ কায়ছার আলম, বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাইনুল হোসেন মজুমদার, প্রভাষক মোঃ রবিউল আলম, সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মোজাম্মেল হাসান, প্রভাষক আরিফুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মাসুমা আক্তার মিনি, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী খেলাধুলা শেষে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা পর্বে কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ বলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কলেজ এ কলেজে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার প্রবনতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























