
মোর্শেদা চৌধুরী এ্যানি’র গীতি কবিতা
আষাঢ়ের মিষ্টি বাতাস
আমায় করেছে উদাস,
শ্রাবণের ফোঁটা ফুল
সাজ্জিত নীল আকাশ।—২
বর্ষার রিনিঝিনি হাওয়ায়
দেহমনে করেছে শীতল,
সবুজের স্নিগ্ধ সমারোহে
মায়াবী ঘাসেরা অপ্রতুল।
রাতের আঁধারে জোছনারা
মেতে আছে অবিরাম,
মনের মাধুরী মিশিয়ে
ছড়ায় আলো সারারাত।—-ঐ
নতুন নতুন পত্র পল্লবে
ভরে যাচ্ছে মাঠ ঘাট,
সজীবতায় ভরে উঠে
ছুটে চলা দিন রাত।—২–ঐ