
বসন্তকাল
মো:মাহবুবুর রহমান
বসন্তকাল আসার, নেয়কো ঢের দেরি
বসন্তকালে আইসো বন্ধু,তুমি আমার বাড়ি।
কোমল হাতের ছোঁয়া দিয়ে,বইসো আমার পাশে,
দুজন মিলে হাড়িয়ে যাবো,বশন্ত বাতাশে।
কোকিল পাখি মিষ্টি সুরে,কুহু কুহু ডাকে
শিমুল ফুলের রেণু এসে,পরলো এবার মাঠে৷
ফাল্গুনেরী হাওয়া এসে,কানে কানে বলে
বছর ঘুরে বশন্তকাল, এলো আবার চলে।