বাতাসের গায়ে মৌ মৌ গন্ধ
মুহিত পাগলপ্রায়,
বসন্ত আজিকে মাতাল হয়েছে
সৃষ্টির বন্দনায়।
যেদিকে তাকাই সবুজ পল্লব
ফুল ও ফলে নতুন শোভা,
রূপসী রূপে মা ধরণী সজ্জিত
অপরূপ মনোলোভা।
কোকিলের কণ্ঠে ভালোবাসা কথা
বাতাসের বুকে ভাসে,
যৌবনা ষোড়শী মনের গহীনে
চুপিচুপি গোপনে হাসে।
অন্তর সবার পুলকিত ওরে
সুপ্ত ঘাসেরা দিয়েছে উঁকি,
ঠোঁটে ঠোঁট রেখে কি কথা বলে
ডালে বসে চকাচকি।
আধমরা যারা আজকে তারাও
খুলেছে জানালা সবে,
বসন্ত সবার মন ছুঁয়ে যায়
বাসন্তী উৎসবে।
রাজা ও প্রজা ধনী নির্ধন
বসন্ত সবার কাছে,
দিয়েছে বিলায়ে উজাড় করে
যা কিছু তার আছে।
(আগরতলা ০২/০৪/২৩)