ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প’ Logo দূষণ বিরোধী অভিযানে ২০ লক্ষ টাকা জরিমানা, ৩ ইটভাটা বন্ধ, ২হাজার কেজি পলিথিন জব্দ Logo পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা Logo ৫ আগষ্টের পর বোরহানউদ্দিনে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি – সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম Logo কচুয়ায় ছাত্রলীগ নেতা সুজনের মৃত্যু নিয়ে ধুম্রজাল Logo বরুড়ায় প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও পাটজাত পণ্য বিপনন বিষয়ক কর্মশালা Logo পার্বত্য এলাকার বহুমুখী পণ্যের দেশব্যাপী প্রসারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে Logo ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত Logo আড়াইহাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন Logo পিরোজপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু

বসন্ত উৎসবকে সারা বিশ্ব গ্রহণ করছে: যুক্তরাষ্ট্রে গালা অনুষ্ঠানে শেন হাই সিয়ুং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

স্থানীয় সময় গত বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির ‘বসন্ত উৎসব গালার প্রারম্ভিক অনুষ্ঠানসারা বিশ্ব একসাথে বসন্ত উৎসব গালা দেখা’ কার্যক্রমের যুক্তরাষ্ট্র অংশ নিউইয়র্কে আয়োজিত হয়েছে। চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে ভিডিও বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং, জাতিসংঘ নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক জাতীয় কমিটির প্রধান স্টিভ অরলিন্স এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক সহকারী মহাপরিচালক আর্নেস্তো অটোন ভিডিও বার্তার মাধ্যমে চীনের বসন্ত উৎসবের বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার মর্যাদা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় দুই শ’ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে সিএমজির ‘বসন্ত উৎসব গালার প্রারম্ভিক অনুষ্ঠান ‘সারা বিশ্ব একসাথে বসন্ত উৎসব গালা দেখা’ বিদেশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

শেন হাই সিয়ুং তার বার্তায় বলেন, বসন্ত উৎসব, চীনা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম। বর্তমানে বসন্ত উৎসবকে সারা বিশ্ব গ্রহণ করছে, পছন্দ করছে। বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ নানা পদ্ধতিতে বসন্ত উৎসব উদযাপন করে। বসন্ত উৎসব শুধু জাতিসংঘ ছুটি হয়েছে তা নয়, বরং মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ‘চীনা বসন্ত উৎসব’ থেকে ‘বিশ্ব বসন্ত উৎসব’ পর্যন্ত, বিশ্ব সভ্যতায় বসন্ত উৎসব নিজের বৈশিষ্ট্য তুলে ধরেছে। সিএমজি টানা ৪২ বছর ধরে বসন্ত উৎসব গালা আয়োজন করেছে, যা ইতোমধ্যে সারা বিশ্বে সর্বোচ্চ ভিউ হওয়া বার্ষিক সাংস্কৃতিক টিভি অনুষ্ঠান। বসন্ত উৎসব বিশ্ব অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার হওয়ার পর প্রথম বসন্ত উৎসব গালা হিসেবে, চলতি বছরের গালায়, সিএমজি নিজের ৮২টি ভাষা বিভাগের সুবিধা কাজে লাগাবে, ৫জি+৪কে এবং ৮কে+এআই বৈজ্ঞানিক উদ্ভাবন সুফল ব্যবহার করে, দেশ-বিদেশের দর্শকের জন্য একটি আনন্দময় সাংস্কৃতিক ‘ভোজসভা’ প্রদান করবে। সিএমজি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের বসন্ত উৎসব গালা দেখার আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আশা করেন, এই গালা বিদেশে থাকা চীনাদের বাড়ির মত উষ্ণ অনুভূতি দেবে, আরো বেশি বিদেশি বন্ধু চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি উপভোগ করতে পারবে।

চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, বসন্ত উৎসব চীন থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু এর আনন্দ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে সিএমজির বসন্ত উৎসব গালা সংশ্লিষ্ট অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান, তা মার্কিন বন্ধুদের চীনকে জানার জন্য এক জানালা খুলে দিয়েছে।

গত বছর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের প্রবণতা দেখা গেছে, নতুন বছরের দিকে তাকালে, যদিও কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে আরো বেশি মানুষ উপলব্ধি করেছে যে, চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক দু’দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, আন্তর্জাতিক সমাজের আকাঙ্খার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি আশা করে, দুই দেশ নতুন যুগে একটি সঠিকভাবে সহাবস্থানের পথ অন্বেষণ করতে পারবে।

সূত্র: শুয়েই-হাশিম-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প’

SBN

SBN

বসন্ত উৎসবকে সারা বিশ্ব গ্রহণ করছে: যুক্তরাষ্ট্রে গালা অনুষ্ঠানে শেন হাই সিয়ুং

আপডেট সময় ১২:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

স্থানীয় সময় গত বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির ‘বসন্ত উৎসব গালার প্রারম্ভিক অনুষ্ঠানসারা বিশ্ব একসাথে বসন্ত উৎসব গালা দেখা’ কার্যক্রমের যুক্তরাষ্ট্র অংশ নিউইয়র্কে আয়োজিত হয়েছে। চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে ভিডিও বার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং, জাতিসংঘ নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক জাতীয় কমিটির প্রধান স্টিভ অরলিন্স এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক সহকারী মহাপরিচালক আর্নেস্তো অটোন ভিডিও বার্তার মাধ্যমে চীনের বসন্ত উৎসবের বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার মর্যাদা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় দুই শ’ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এর মধ্য দিয়ে সিএমজির ‘বসন্ত উৎসব গালার প্রারম্ভিক অনুষ্ঠান ‘সারা বিশ্ব একসাথে বসন্ত উৎসব গালা দেখা’ বিদেশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

শেন হাই সিয়ুং তার বার্তায় বলেন, বসন্ত উৎসব, চীনা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম। বর্তমানে বসন্ত উৎসবকে সারা বিশ্ব গ্রহণ করছে, পছন্দ করছে। বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ নানা পদ্ধতিতে বসন্ত উৎসব উদযাপন করে। বসন্ত উৎসব শুধু জাতিসংঘ ছুটি হয়েছে তা নয়, বরং মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ‘চীনা বসন্ত উৎসব’ থেকে ‘বিশ্ব বসন্ত উৎসব’ পর্যন্ত, বিশ্ব সভ্যতায় বসন্ত উৎসব নিজের বৈশিষ্ট্য তুলে ধরেছে। সিএমজি টানা ৪২ বছর ধরে বসন্ত উৎসব গালা আয়োজন করেছে, যা ইতোমধ্যে সারা বিশ্বে সর্বোচ্চ ভিউ হওয়া বার্ষিক সাংস্কৃতিক টিভি অনুষ্ঠান। বসন্ত উৎসব বিশ্ব অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার হওয়ার পর প্রথম বসন্ত উৎসব গালা হিসেবে, চলতি বছরের গালায়, সিএমজি নিজের ৮২টি ভাষা বিভাগের সুবিধা কাজে লাগাবে, ৫জি+৪কে এবং ৮কে+এআই বৈজ্ঞানিক উদ্ভাবন সুফল ব্যবহার করে, দেশ-বিদেশের দর্শকের জন্য একটি আনন্দময় সাংস্কৃতিক ‘ভোজসভা’ প্রদান করবে। সিএমজি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের বসন্ত উৎসব গালা দেখার আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আশা করেন, এই গালা বিদেশে থাকা চীনাদের বাড়ির মত উষ্ণ অনুভূতি দেবে, আরো বেশি বিদেশি বন্ধু চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি উপভোগ করতে পারবে।

চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, বসন্ত উৎসব চীন থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু এর আনন্দ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে সিএমজির বসন্ত উৎসব গালা সংশ্লিষ্ট অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানান, তা মার্কিন বন্ধুদের চীনকে জানার জন্য এক জানালা খুলে দিয়েছে।

গত বছর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের প্রবণতা দেখা গেছে, নতুন বছরের দিকে তাকালে, যদিও কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে আরো বেশি মানুষ উপলব্ধি করেছে যে, চীন ও যুক্তরাষ্ট্রের স্থিতিশীল সম্পর্ক দু’দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, আন্তর্জাতিক সমাজের আকাঙ্খার সঙ্গে সংগতিপূর্ণ। তিনি আশা করে, দুই দেশ নতুন যুগে একটি সঠিকভাবে সহাবস্থানের পথ অন্বেষণ করতে পারবে।

সূত্র: শুয়েই-হাশিম-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।