ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

গত শুক্রবার সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সুষ্ঠুভাবে তৃতীয় মহড়া সম্পন্ন করেছে। ছুংছিং, হুপেইয়ের উহান, সিচাংয়ের লাসা এবং চিয়াংসুয়ের উসি- চারটি শাখা ভেন্যু তাদের আত্মপ্রকাশ করেছে এবং বেইজিংয়ের মূল ভেন্যুর সাথে মহড়া সম্পন্ন করেছে। গান, নৃত্য, জাদু, মার্শাল আর্ট এবং সৃজনশীল অনুষ্ঠানগুলি উদ্ভাবনী উপস্থাপন করেছে এবং পুরো অনুষ্ঠানের মধ্যে বিন্যাস ও সংযোগ আরও স্বাভাবিক ও মসৃণ হয়েছে।

ছিংহাই-সিচাং মালভূমি থেকে শুরু করে ইয়াংজি নদীর দক্ষিণের জলাশয় পর্যন্ত, চারটি উপ-স্থানের কর্মসূচিগুলি নতুন যুগের উন্নয়নের আবহে পরিপূর্ণ, স্থানীয় রীতিনীতি ও অনুশীলনকে মূর্ত করে তুলেছে এবং সম্পূর্ণরূপে পাহাড় ও নদীর সুন্দর দৃশ্য প্রদর্শন করেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ার অফ দ্য স্নেক ফান ড্যান্স চ্যালেঞ্জ’ নিউ মিডিয়া ইন্টারেক্টিভ ইভেন্ট চালু করেছে। যাতে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের উৎসাহী নেটিজেনরা অংশগ্রহণ করেছে। বিশ্বের নেটিজেনদের চেক-ইন ভিডিওগুলি বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখানো হবে এবং ‘চায়না ফান টুগেদার’ গানটি একযোগে পরিবেশিত হবে, যা সারা বিশ্বের বন্ধুদের ‘একসাথে আনন্দ করতে আসুন’ এর জন্য আন্তরিক আমন্ত্রণ।

চায়না মিডিয়া গ্রুপ ‘বসন্ত উৎসব গালা ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখে’ ইভেন্টটিও চালু করেছে। যা বিদেশি দর্শকদের বিভিন্ন শৈল্পিক পরিবেশনা, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে উষ্ণ বসন্ত উৎসবের পরিবেশ এবং চীনা সংস্কৃতির কালজয়ী আকর্ষণ অনুভব করার সুযোগ করে দেয়। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম স্টপ স্থানীয় সময় ১৬ জানুয়ারি নিউ ইয়র্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক অনুষ্ঠানটি কেনিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশেও মঞ্চাস্থ হবে। যার ফলে বসন্ত উৎসব গালা বিশ্বের জন্য চীনের আরও কাছাকাছি যাওয়ার এবং চীনের সংস্কৃতি বোঝার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন

আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গত শুক্রবার সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সুষ্ঠুভাবে তৃতীয় মহড়া সম্পন্ন করেছে। ছুংছিং, হুপেইয়ের উহান, সিচাংয়ের লাসা এবং চিয়াংসুয়ের উসি- চারটি শাখা ভেন্যু তাদের আত্মপ্রকাশ করেছে এবং বেইজিংয়ের মূল ভেন্যুর সাথে মহড়া সম্পন্ন করেছে। গান, নৃত্য, জাদু, মার্শাল আর্ট এবং সৃজনশীল অনুষ্ঠানগুলি উদ্ভাবনী উপস্থাপন করেছে এবং পুরো অনুষ্ঠানের মধ্যে বিন্যাস ও সংযোগ আরও স্বাভাবিক ও মসৃণ হয়েছে।

ছিংহাই-সিচাং মালভূমি থেকে শুরু করে ইয়াংজি নদীর দক্ষিণের জলাশয় পর্যন্ত, চারটি উপ-স্থানের কর্মসূচিগুলি নতুন যুগের উন্নয়নের আবহে পরিপূর্ণ, স্থানীয় রীতিনীতি ও অনুশীলনকে মূর্ত করে তুলেছে এবং সম্পূর্ণরূপে পাহাড় ও নদীর সুন্দর দৃশ্য প্রদর্শন করেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ার অফ দ্য স্নেক ফান ড্যান্স চ্যালেঞ্জ’ নিউ মিডিয়া ইন্টারেক্টিভ ইভেন্ট চালু করেছে। যাতে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের উৎসাহী নেটিজেনরা অংশগ্রহণ করেছে। বিশ্বের নেটিজেনদের চেক-ইন ভিডিওগুলি বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখানো হবে এবং ‘চায়না ফান টুগেদার’ গানটি একযোগে পরিবেশিত হবে, যা সারা বিশ্বের বন্ধুদের ‘একসাথে আনন্দ করতে আসুন’ এর জন্য আন্তরিক আমন্ত্রণ।

চায়না মিডিয়া গ্রুপ ‘বসন্ত উৎসব গালা ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখে’ ইভেন্টটিও চালু করেছে। যা বিদেশি দর্শকদের বিভিন্ন শৈল্পিক পরিবেশনা, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে উষ্ণ বসন্ত উৎসবের পরিবেশ এবং চীনা সংস্কৃতির কালজয়ী আকর্ষণ অনুভব করার সুযোগ করে দেয়। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম স্টপ স্থানীয় সময় ১৬ জানুয়ারি নিউ ইয়র্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক অনুষ্ঠানটি কেনিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশেও মঞ্চাস্থ হবে। যার ফলে বসন্ত উৎসব গালা বিশ্বের জন্য চীনের আরও কাছাকাছি যাওয়ার এবং চীনের সংস্কৃতি বোঝার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।