কেনিয়া সময় গত বুধবার চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা ওভারচার’ বিশেষ অনুষ্ঠান কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘ অফিসে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের ভাইস মিনিস্টার এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এতে ভিডিও বক্তৃতা দিয়েছেন। জাতিসংঘের উপ-পরিচালক এবং নাইরোবিতে জাতিসংঘ অফিসের মহাপরিচালক জয়নব হাওয়া বাঙ্গুরা, কেনিয়ায় চীনের রাষ্ট্রদূত গুও হাইয়ান এবং কেনিয়া সরকারের প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল রাষ্ট্রদূত ম্যাকাওলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এ ছাড়া, বিভিন্ন দেশের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের পাশাপাশি আফ্রিকার অনেক দেশের জাতীয় টেলিভিশন স্টেশনগুলির পরিচালক-সহ সর্বস্তরের তিন শতাধিক লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেন হাই সিয়োং ভিডিও বক্তৃতায় বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বসন্ত উৎসব উদযাপন করে। বসন্ত উৎসবটি কেবল জাতিসংঘের ছুটিতে পরিণত হয়নি, তবে এটি গত বছর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণ’ বসন্ত উৎসব উদযাপনের জন্য, চায়না মিডিয়া গ্রুপের ‘বসন্ত উৎসব গালা’ ‘৫জি+৪কে;৮কে+এআই’ প্রযুক্তিগত উদ্ভাবন ব্যবহার করে ৮২টি ভাষায় বিশ্বব্যাপী দর্শকদের একটি সাংস্কৃতিক উৎসব উপহার দেয়।
‘বসন্ত উৎসব গালা ওভারচার’ কেনিয়ার বিশেষ অনুষ্ঠান বিভিন্ন আফ্রিকান দেশের মূলধারার মিডিয়া ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়, যেখানে ৬শ মিলিয়নেরও বেশি দর্শক রয়েছে।
সূত্র:জিনিয়া-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।