ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বসন্ত এলো

বসন্ত এলো

আব্দুস সাত্তার সুমন

 

বসন্ত এলো ফাল্গুন ধরে

আরেকটি বছর ঘুরে,

মিলেছে ডানা প্রকৃতির কুলে

বাংলার ভুবন জুড়ে।

শীত চলে যায়, বসন্ত আসে

পালাবদলের মেলা,

শুকনো পাতা ঝরে যাবে

নতুন পাতার খেলা।

সবুজ রংয়ের সমাহারে

শত রংয়ের জীবন,

বসন্ত কন্যা রূপবতী

রাঙিয়ে দেয় ভুবন।

ফাল্গুনেরই ফুলের সাজে

ফেব্রুয়ারি মাসে,

বৈশাখীরি হাওয়া যেন

ছুটে চলে আসে।

বয়ে নিয়ে আসবে দেশে

কল্যাণ অবিরত,

গ্লানি যত দূর হয়ে যাক

হাজার কলুষিত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসন্ত এলো

আপডেট সময় ১০:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

বসন্ত এলো

আব্দুস সাত্তার সুমন

 

বসন্ত এলো ফাল্গুন ধরে

আরেকটি বছর ঘুরে,

মিলেছে ডানা প্রকৃতির কুলে

বাংলার ভুবন জুড়ে।

শীত চলে যায়, বসন্ত আসে

পালাবদলের মেলা,

শুকনো পাতা ঝরে যাবে

নতুন পাতার খেলা।

সবুজ রংয়ের সমাহারে

শত রংয়ের জীবন,

বসন্ত কন্যা রূপবতী

রাঙিয়ে দেয় ভুবন।

ফাল্গুনেরই ফুলের সাজে

ফেব্রুয়ারি মাসে,

বৈশাখীরি হাওয়া যেন

ছুটে চলে আসে।

বয়ে নিয়ে আসবে দেশে

কল্যাণ অবিরত,

গ্লানি যত দূর হয়ে যাক

হাজার কলুষিত।