
পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পঞ্চগড় জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ২৪শে এপ্রিল ২০২৫ ইং বিএমইউজের পঞ্চগড় জেলা কমিটি অনুমোদন হয়।
বাংলাদেশ বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত দুই বছর মেয়াদে কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি শাহিন আলম আশিক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান সম্মিলিত ভাবে নির্বাচিত হয়। জেলার অন্যান্য নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন, মোঃ আসাদুজ্জামান আপেল, মোঃ আজহার ও মোঃ কামাল হোসেন। মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে রয়েছেন, এম এ মজিদ, এডভোকেট আদম সুফি, এডভোকেট নাজমুল ইসলাম কাজল, শামসুজ্জামান বিপ্লব, মোঃ সফিউজ্জামান পাটোয়ারী, হাবিবুর রহমান হাবিব ও মোঃ কেরামত আলী।
সভাপতি শাহিন আলম আশিক, জানান, বিগত সময়ে বাংলাদেশ বিএমইউজে সাংবাদিকদের অধিকার রক্ষায়,প্রত্যক্ষভাবে ঐক্যবদ্ধ আন্দোলনে ব্যাপক সারা জাগায়। নানান স্বার্থান্বেষী মহলের অন্যায় বলপ্রয়োগ, সাংবাদিকদের সত্য প্রকাশে বিগ্ন ঘটাতে তৎপর থাকে, যা সাংবাদিক পেশায় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। এমতাবস্থায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকবার বিকল্প নাই।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক জানান আগামী মাস থেকে, পঞ্চগড় জেলার অন্যান্য উপজেলা গুলোতে কমিটি দেয়া হবে ইনশাআল্লাহ।