
নাহিদ জামান, খুলনা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আজিজুল বারী হেলাল বলেছেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও শঙ্কা মুক্ত হয়নি।
দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য নানা অপচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ঐসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সংসদ নির্বাচন পিছিয়ে গেলে ২৪ এর গনঅভ্যুত্থান ব্যহত হবে। সেই সুযোগে স্বৈরাচারী পলাতক শক্তিরা দেশে ফিরে পুনরায় নৈরাজ্য চালাবে। তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে হানাহানি ভেদাভেদ ভূলে সম্প্রীতি বাংলাদেশ গড়ার আহবান জানান।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন নিরপেক্ষতার মাধ্যমে সকল ধর্মের এবং বর্ণের মানুষকে নিয়ে কাজ করতে হবে। বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হলে জনগন মেনে নিবে না। তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে রূপসা, তেরখাদা, দিঘলিয়ায় পৃথক পৃথক স্টেডিয়াম গড়ে তোলা হবে এবং শিক্ষা ক্ষেত্রে তিনটি উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
তিনি আজ ৩১ আগষ্ট (রবিবার) বিকালে শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর মাঠে রূপসা উপজেলা বিএনপি আয়োজিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।
রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদল সভাপতি উজ্জল কুমার সাহা, খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তসলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা বেগম, সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম,জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহামুদুল আলম লোটাস,জেলা জাসাস সদস্য সচিব এ,কে আজাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, এনামুল কবীর, আনিসুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান, আসাফুর রহমান,এম এ সালাম, শেখ শফিকুল ইসলাম, তেরোখাদা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা আবুল কালাম গোলদার প্রমূখ।