ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাহরাস্তিতে মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী Logo চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি এলডিপি মহাসচিবের Logo রূপসায় গাছের চারা বিতরণ Logo ঝিনাইগাতীর মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান Logo ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo টানা ১৪ বার কুমিল্লা বোর্ডসেরা ফলাফল অর্জন করলো সোনার বাংলা কলেজ Logo শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা Logo খনি, কৃষি ও অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে চীন-ঘানা Logo দক্ষিণ চীন সাগরে চীনের বৈধ অধিকার রক্ষায় অটল বেইজিং Logo চীনের ঐতিহ্য ও প্রযুক্তিতে নারীর উন্নয়নের সমন্বয়

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে বৈশাখ ১৪৩১,২মে ২০২৪( জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্নিক এর পক্ষে জান্নাতুন নাঈম এবং ড: শরীফ সাকি বাংলা একাডেমির মহাপরিচালক এর দপ্তরে আবেদনের চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক বাংলা অ্যাকাডেমি চত্বরে ভাষাশহিদ অহি উল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করেছেন। বৃহস্পতিবার ২মে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে তিনি এ আবেদন করেন।

বাংলা অ্যাকাডেমি’র ‘মোদের গরব’ শিরোনামের চত্বরে রফিক, বরকত, সালাম, জব্বার ও শফিউর মিলে ৫ জন ভাষাশহিদের মুরাল রয়েছে, শহিদ অহি উল্লাহ’র মুরাল নেই।

শহিদ অহি উল্লাহ’র ঐতিহাসিক স্বীকৃতির জন্য অধ্যাপক এম এ বার্ণিক দাবিটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২২ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে ঢাকার নবাবপুর রোড দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল গমনের সময় পুলিশের গুলিতে অহি উল্লাহ ও শফিউর শহিদ হন। একই সময়ে শহিদ শফিউরের মুরাল বর্ণিত ‘মোদের গরব’-তে স্থান পেলেও, অহিকে বাদ দেয়া হয়। মনে হয়, বাংলা অ্যাকাডেমি’র নিকট শহিদ অহি’র রক্তের কোনো মূল্যই নেই।

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের পক্ষে বাংলা অ্যাকাডেমি’তে চিঠিখান হস্তান্তর করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাতুন নাঈম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী

SBN

SBN

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন

আপডেট সময় ১১:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে বৈশাখ ১৪৩১,২মে ২০২৪( জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্নিক এর পক্ষে জান্নাতুন নাঈম এবং ড: শরীফ সাকি বাংলা একাডেমির মহাপরিচালক এর দপ্তরে আবেদনের চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক বাংলা অ্যাকাডেমি চত্বরে ভাষাশহিদ অহি উল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করেছেন। বৃহস্পতিবার ২মে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে তিনি এ আবেদন করেন।

বাংলা অ্যাকাডেমি’র ‘মোদের গরব’ শিরোনামের চত্বরে রফিক, বরকত, সালাম, জব্বার ও শফিউর মিলে ৫ জন ভাষাশহিদের মুরাল রয়েছে, শহিদ অহি উল্লাহ’র মুরাল নেই।

শহিদ অহি উল্লাহ’র ঐতিহাসিক স্বীকৃতির জন্য অধ্যাপক এম এ বার্ণিক দাবিটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২২ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে ঢাকার নবাবপুর রোড দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল গমনের সময় পুলিশের গুলিতে অহি উল্লাহ ও শফিউর শহিদ হন। একই সময়ে শহিদ শফিউরের মুরাল বর্ণিত ‘মোদের গরব’-তে স্থান পেলেও, অহিকে বাদ দেয়া হয়। মনে হয়, বাংলা অ্যাকাডেমি’র নিকট শহিদ অহি’র রক্তের কোনো মূল্যই নেই।

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের পক্ষে বাংলা অ্যাকাডেমি’তে চিঠিখান হস্তান্তর করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাতুন নাঈম।