ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে বৈশাখ ১৪৩১,২মে ২০২৪( জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্নিক এর পক্ষে জান্নাতুন নাঈম এবং ড: শরীফ সাকি বাংলা একাডেমির মহাপরিচালক এর দপ্তরে আবেদনের চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক বাংলা অ্যাকাডেমি চত্বরে ভাষাশহিদ অহি উল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করেছেন। বৃহস্পতিবার ২মে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে তিনি এ আবেদন করেন।

বাংলা অ্যাকাডেমি’র ‘মোদের গরব’ শিরোনামের চত্বরে রফিক, বরকত, সালাম, জব্বার ও শফিউর মিলে ৫ জন ভাষাশহিদের মুরাল রয়েছে, শহিদ অহি উল্লাহ’র মুরাল নেই।

শহিদ অহি উল্লাহ’র ঐতিহাসিক স্বীকৃতির জন্য অধ্যাপক এম এ বার্ণিক দাবিটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২২ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে ঢাকার নবাবপুর রোড দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল গমনের সময় পুলিশের গুলিতে অহি উল্লাহ ও শফিউর শহিদ হন। একই সময়ে শহিদ শফিউরের মুরাল বর্ণিত ‘মোদের গরব’-তে স্থান পেলেও, অহিকে বাদ দেয়া হয়। মনে হয়, বাংলা অ্যাকাডেমি’র নিকট শহিদ অহি’র রক্তের কোনো মূল্যই নেই।

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের পক্ষে বাংলা অ্যাকাডেমি’তে চিঠিখান হস্তান্তর করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাতুন নাঈম।

আপলোডকারীর তথ্য

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন

আপডেট সময় ১১:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলা অ্যাকাডেমিতে ভাষাশহিদ অহিউল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে বৈশাখ ১৪৩১,২মে ২০২৪( জ্ঞান ভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্নিক এর পক্ষে জান্নাতুন নাঈম এবং ড: শরীফ সাকি বাংলা একাডেমির মহাপরিচালক এর দপ্তরে আবেদনের চিঠি হস্তান্তর করেন।

রাষ্ট্রভাষা আন্দোলনের গবেষক জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক বাংলা অ্যাকাডেমি চত্বরে ভাষাশহিদ অহি উল্লাহ’র মুরাল স্থাপনের আবেদন করেছেন। বৃহস্পতিবার ২মে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে তিনি এ আবেদন করেন।

বাংলা অ্যাকাডেমি’র ‘মোদের গরব’ শিরোনামের চত্বরে রফিক, বরকত, সালাম, জব্বার ও শফিউর মিলে ৫ জন ভাষাশহিদের মুরাল রয়েছে, শহিদ অহি উল্লাহ’র মুরাল নেই।

শহিদ অহি উল্লাহ’র ঐতিহাসিক স্বীকৃতির জন্য অধ্যাপক এম এ বার্ণিক দাবিটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২২ফেব্রুয়ারি ১৯৫২ তারিখে ঢাকার নবাবপুর রোড দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল গমনের সময় পুলিশের গুলিতে অহি উল্লাহ ও শফিউর শহিদ হন। একই সময়ে শহিদ শফিউরের মুরাল বর্ণিত ‘মোদের গরব’-তে স্থান পেলেও, অহিকে বাদ দেয়া হয়। মনে হয়, বাংলা অ্যাকাডেমি’র নিকট শহিদ অহি’র রক্তের কোনো মূল্যই নেই।

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের পক্ষে বাংলা অ্যাকাডেমি’তে চিঠিখান হস্তান্তর করেন জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের অন্যতম নেত্রী জান্নাতুন নাঈম।