মোঃ আল আমিন আকন, পটুয়াখালী
সামাজিক দায়বদ্ধতার অংশ বিশেষ ও কৃষকের জীবনমান উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগে পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামে সেবা সংঘ কৃষক সমিতির কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
শুক্রবার (৩১ মে) সকালে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবা সংঘ কৃষক সমিতির আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৬২ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১টি ট্রাক্টর, মই ও ধান মড়াই যন্ত্র হারভেস্টার। সেবা সংঘ কৃষক সমিতির সভাপতি ডাঃ মোঃ সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ এনামুল হক, প্রাণিসম্পদ বিভাগের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডাঃ মাজেদা আক্তার, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, সেবা সংঘ কৃষক সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সোহেল, মোঃ মাসুদ রানা, আবু তাহের রিপন, মোঃ জিয়াউল হক,সমাজসেবক মোঃ আনিসুর রহমান প্রমূখ।
কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণে এলাকার কৃষকের জীবনমানের আমূল পরিবর্তন হবে, উন্নত মানের কৃষি যন্ত্রপাতি পেয়ে এ অঞ্চলের কৃষকের মাঝে হাসি ফুটে উঠেছে।