পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা নাঈম মল্লিক কর্তৃক দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে, ২২জানুয়ারি সোমবার স্থানীয় যুবলীগ নেতার আইডি থেকে এ ভিডিও ফাঁস হলে এলাকাবাসী,জনপ্রতিনিধি ও প্রশাসনে তোলপাড় শুরু হয়। সরে জমিনে জানা যায় গত ১০ জানুয়ারি কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম মল্লিক ইউনিয়নের ধলা পাড়া বেড়িবাধ সংলগ্ন পানি ব্যবস্থাপনা লিমিটেড কার্যালয়ে, কালীশুরী হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ সিয়াম মল্লিককে ধরে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে, নির্যাতনের সময় যেকোনো ব্যক্তি নির্যাতনের ভিডিওটি তার মোবাইলে ধারণ করেন, ভিডিওতে দেখা যায় দশম শ্রেণীর ছাত্র সিয়াম মল্লিক কে নাঈম মল্লিক লাঠি দিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে অমানবিক নির্যাতন করে। নাঈম মল্লিক কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন মল্লিক হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি, এ ব্যাপারে সিয়াম মল্লিকের শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল মল্লিক বলেন নাঈম মল্লিক একজন সন্ত্রাসী, তিনি জোর করে ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা অফিসকে দখল করে নিজে বসবাস করেন এবং ওখানে নিয়মিত জনসাধারণকে ধরে নিয়ে নির্যাতন করেন,নির্যাতনের শিকার আমার ছাত্র সিয়াম মল্লিক, ধলা পাড়া পানি ব্যবস্থাপনা অফিস থেকে নাঈম মল্লিক কে উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দরখাস্তের মাধ্যমে অবহিত করা হয়েছে।এ ব্যাপারে কালিশুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার জামাল বলেন এ ঘটনা নিশ্চয়ই অন্যায় কার্যক্রম, ঘটনার প্রেক্ষিতে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন ভিডিও পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।