প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৮ জন ছাত্রছাত্রীর মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে টিফিন বক্স ও স্কেল বিতরণ করা হয়। এ সময় সংস্থাটির সহকারী পরিচালক রাজ কুমার সাহা প্রধান অতিথি এবং উপ সহকারী পরিচালক পপি হাওলাদার ও ঢাকা পোস্টের সাংবাদিক আবদুর রহমান মাসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।