
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ১’কোটির ও বেশী টাকার মালামাল উদ্ধার’সহ ৭’ডাকাতকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ।
বুধবার (০৯’জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ সকল তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে মুখোশধারী অজ্ঞাত একদল ডাকাত ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্থিত কোম্পানীর গোডাউনে প্রবেশ করে গার্ডদের বেঁধে রেখে ১৫ টন অ্যালুমিনিয়াম এর বার ,১ টন কপার(তামা),ও আড়াই টন কপার ক্যাবল যার সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ আরও বলেন, এ বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সিসি টিভির ফুটেজ,ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৭’জুলাই চট্রগ্রাম এর সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল’সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।