
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাগেরহাটে পানিতে ডুবে রায়হান মোল্লা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০’সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান মোল্লা বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকার মোল্লা রফিকুল ইসলামের ছোটো ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিশু রায়হান মোল্লা খেলতে গিয়ে সবার আড়ালে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রায়হান মোল্লা’কে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
মুক্তির লড়াই ডেস্ক : 


























