অতনু চৌধুরী রাজু, বাগেরহাট
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান’কে দ্রুত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের কাছে বাগেরহাটবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।
এসময় বাগেরহাট জেলা বিএনপির কমিটির যুগ্ম-আহ্বায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য শাহেদ আলী রবি, নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুল, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ’সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে রায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা দেওয়া সংক্রান্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
পর গত রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সিভিল সার্জনের শাস্তি ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে বক্তব্য দেন।