
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট
বাগেরহাট-৩ আসনে (রামপাল- মোংলা) আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসনে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট।
মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
মোংলা ও রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, এই আসনে মোট পড়েছে ৫৯%। মোট ভোটার দুই লাখ ৫৪ হাজার ৮৯৫। এই আসনে এই দুই জন ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আরও ৫’জন প্রার্থী।